মালদা

ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে, পুরাতন মালদায় সচেতনতা শিবির

রবিবার পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে মঙ্গলবাড়ী নগর জীবিকা কেন্দ্রের হলঘরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর রোগ নির্ণয় প্রতিরোধ নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা সি.এম.ও.এইচ নারায়ণচন্দ্র দাস, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের অফিসার সাধন দাস সহ অন্যান্যরা। এই শিবিরে বিভিন্ন সরকারি ও বেসরকারি আবাসিকরা অংশগ্রহণ করে। এদিনের শিবিরের পতঙ্গ বাহিত রোগগুলিকে কিভাবে প্রতিরোধ করা যায়, এবং এই সমস্ত প্রতিরোধে কি কি নিয়ম মেনে চলতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এবিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, বর্ষাকালে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জল জমে যায়। সেখান থেকে সৃষ্টি হয় বিভিন্ন পতঙ্গ। যা থেকে মানব সমাজে মারণ রোগ ছড়ায়। বিশেষভাবে মশা বাহিত রোগের কবলে পড়তে হয় মানুষদের। এই রোগের কবল থেকে মানুষদের সচেতন করার জন্য এদিন একটি শিবিরের আয়োজন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/xlOHhbHliO4